Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

কেউ যেন কারো নয়


আগামী নিউজ | মিতা পোদ্দার প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ০৮:০০ পিএম
কেউ যেন কারো নয়

ক্ষণিকের অতিথি মোরা

কেউ যেন কারো নই,

একের পাশে অন্যজন

 দুখে কী পাশে রই?

 

মুখে বলি পাশে আছি

  সত্যিই কী তাই?

বিপদের সময়  তবে কেন

চেনা মুখটি পাশে নাই।

 

সুসময়ে হায়রে স্বজন

আশেপাশে ঘুরতে দেখি?

বিপদের সময় কেউ কী তবে

  কারো খবর রাখি।

 

আমার কাছে সত্যটাই

সারাক্ষণ প্রকাশিত হয়,

   সুন্দর এই ধরায় 

কেউ যেন কারো নয়।

 

 স্বার্থ আর অর্থই যেন

   পিঠাপিঠি ভাই,

সততা আর মূল্যবোধের

    কোন দাম নাই।

 

কাজের চেয়ে কথার মূল্য

   এখন বেশি হয়,

স্বার্থপর দুনিয়াতে

  কেউ যেন কারো নয়।