Dr. Neem on Daraz
Victory Day
ড. নিম হাকিমের কবিতা

মানুষের কবিতা


আগামী নিউজ | সাহিত্য ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৩:৩৩ পিএম
মানুষের কবিতা

ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

রাস্তা দিয়ে হেটে যাও

রাস্তার পাশে ক্ষুধার্ত মানুষ

শুয়ে কোন অফিসের বারান্দায়।

 

কত টাকা কতভাবে খরচ হয়

ওদের জন্য কি তোমাদের

এক টাকাও জোটে না হায়!

 

টাকা-পয়সা সোনা-দানা

কিছু কি খাওয়া যায়?

খেতে বসে তোমার কি

ওই ক্ষুধার্তের কথা মনে হয়?

 

ভোটের সময় যারা তোমার সর্বশক্তি দাতা

ভোটের পরে তাদের কথা মনে করা কি বৃথা? 

তুমি না ওদের ত্রাতা।

 

অট্টালিকায় বাস কর ভাই

যাদের শ্রমে গড়েছো অট্টালিকা

তারা শুয়ে আছে রাস্তায়।

 

তাদের কথা একটু মনে করো না

শুধু চেয়ে দেখ, একটু লজ্জা পাও না

একটু মহানুভবতায় কি ক্ষতি হয়!

 

তোমার শিশুর জুতা মুছে যারা কালি করে দেয়

তাদের শিশু খালি পায়ে হেঁটে যায়

খালি গায়ে শুয়ে থাকে তোমার বারান্দায়।

 

তোমার বাসায় ভাত পাকায় অনেক দুঃখী মা

তোমার বাসায় পাহারা দেয় অনেকেরই ভাই

চাকর বলে তাদের একটু দয়া করো না।

 

চিনি দিয়ে চা খাও, খাও কোরমা পোলাও

যাদের শ্রমে বানানো হলো তারা খেল না

সে কথা একবারও মনে হলো না?

 

শুধু কি চা? শুধু কি চিনি? না রে ভাই না!

পেটে নেই ভাত, চিনি তো দূরের কথা

কোরমা পোলাও কিছুই জোটে না।

 

কাজ করতে আর চা বানাতে সময় চলে যায়

তাহলে বন্ধু চা খাওয়ার সময় কোথায়?

ওরা দাতা, ত্রাণকর্তা বড় মহাশয়!

 

তুমি ছাড়া আমাদের নেই কোনো উপায়

তোমার দান মহাদান তোমারই জয়গান

যাদের রক্তে হয়েছো ত্রাণকর্তা

তারা কি পেয়েছে কখনও সুখের বার্তা?

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে