Dr. Neem on Daraz
Victory Day
ড. নিম হাকিমের কবিতা

কাণ্ডারী


আগামী নিউজ | সাহিত্য ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৩:৩৭ পিএম
কাণ্ডারী

ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

দুর্বৃত্তের হাত থেকে

একদিন রেহাই পেতে হবে

কে হবে কাণ্ডারী ?

 

যে হবে সে ঘুমিয়ে আছে

তাকে জাগাও

হে ভাণ্ডারী ।

 

তুমিতো ভাণ্ডারী 

দিতে পার কাণ্ডারী 

নাহলে কিসের ভাণ্ডারী ?

 

ভণ্ড, করিও না কষ্ট

তাহলে হবে নষ্ট

হবে পথ ভ্রষ্ট।

 

বাবার খানা খায়

মেয়ের ইজ্জত লুটে

সে কথা কি বলা যায়?

 

ভোট দিয়ে বানালাম নেতা

সেকি হলো ইজ্জত ক্রেতা

তাহলে কে হবে ভ্রাতা? 

 

করেছি কি পাপ?

কিভাবে হবে মাফ

বলো না সৃষ্টিকর্তা?

 

নাম আর দাম

সবই দুনিয়ার কাম

আমার কি সম্মান?

 

আস বসে থাক পিছে

ওরা আসলে সদলবলে

সবাই ভোগ করব মিলেমিশে।

 

খাও দাও ফুর্তি করো

নিরীহ মানুষকে হত্যা করো

তাহলে ফুলের মালা দিব!

 

রাজনীতি

হলো এখন দুর্বৃত্ততা

একে সবাই মান্য কর 

না হলে পাবে সাজা!

 

যারা শক্তিশালী

তারা ইজ্জত লুটের অধিকারী 

আমরা তাদের ধ্বজাধারী।

 

মানুষের দুনিয়ায়

এটা কি করে হয়

কারণ আমরা অসহায়।

 

যেদিন রুখবো তা

সেদিন দেখবে দুনিয়া

আমরা অসহায় না।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে