Dr. Neem
Dr. Neem Hakim

ফিরে এসো


আগামী নিউজ | প্রদীপ্ত মোবারক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০১:৫৭ পিএম
ফিরে এসো

কবি: প্রদীপ্ত মোবারক। ছবি: সংগৃহীত

যদি পারো ফিরে এসো রাঁধা, বিহঙ্গ বিস্তার করে
ফিরে এসো, বাতিটা নিভে যেতে পারে 
যেকোনও সময়।
তোমার রক্তে ছড়িয়ে দিয়ে যাবো সমস্ত—
কবিতার অক্ষর।

বাতাসের ছুটি হয়তো প্রায়ই শেষ, 
চুপসে যাবে নিশ্চিত।
দহন দানে অবহেলার মুকুট কিছু আড়াল, 
মানসিক দ্বিধা আর এড়িয়ে যাওয়ার ছলে— 
ভুলে যাওয়ার চেষ্টা ছেড়ে এসো।

এসো আজ, দমের নোঙর তুলে ফেলবে বিধাতা
মাঝি হয়ে এসে পার করে দাও।
তোমার পাখির কাছে এসো
ভালোবাসি জেনে এ নীড়েই ফিরে এসো।