Dr. Neem on Daraz
Victory Day
ড. নিম হাকিমের কবিতা

উলঙ্গ মানুষ ও পৃথিবী


আগামী নিউজ | সাহিত্য ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২১, ০৩:০২ পিএম
উলঙ্গ মানুষ ও পৃথিবী

ছবিঃ ড. নিম হাকিম

উলঙ্গ মানুষ! উলঙ্গ পৃথিবী!
আঁতকে উঠে মানব সমাজ
সত্যি ‘মানুষ উলঙ্গ’?
পৃথিবীও কি তা-ই?

মানুষ যদি না হতো উলঙ্গ
না পড়তো তবে বস্ত্র
বস্ত্র মানুষের মৌলিক চাহিদাও হতো না
আদি অনন্ত।

পৃথিবী যদি উলঙ্গ না হতো
তবে লতাগুল্ম তাকে ঢেকে রাখতো না
মানুষ যদি কাপড় না পরতো
তবে আদিম যুগের মতো উলঙ্গই থাকতো।

মানুষের সভ্যতা বিসর্জনে যেত
তৃণ-লতা, গুল্ম আর বৃক্ষাদি
যদি পৃথিবীকে না ঢেকে রাখতো
তবে পৃথিবীও উলঙ্গ থাকতো।

এই যদি হয় মানুষ আর পৃথিবীর চেহারা
তাহলে মানুষ আর পৃথিবীর কিসের অহংকার
কথাগুলো নিশ্চই অদ্ভুত মনে হচ্ছে
কিন্তু আসলে তা অদ্ভুত নয়।

একটু চিন্তা করলেই উত্তর পাওয়া যেত
মানুষ এবং পৃথিবী প্রকৃতপক্ষেই উলঙ্গ
সৃষ্টিকর্তা মানুষকে উলঙ্গভাবেই পৃথিবীতে পাঠিয়েছে
এবং উলঙ্গই চলে যেতে হবে।

আংশিক সত্য হলেও পুরোপুরি তা নয়
কারণ মানুষ পৃথিবীতে উলঙ্গ এসেছে
তারা পৃথিবীকে উলঙ্গ করেছে
পৃথিবী প্রকৃতপক্ষে উলঙ্গ ছিল না।

আমরা যখন প্রকৃতির স্বাদ নিতে চাই
তখন আমাদের উলঙ্গ হতে হয়
যৌন প্রয়োজনে পৃথিবীকে আমরা উলঙ্গ করি না
উলঙ্গ করি ক্ষুনিবৃত্তির জন্য।

আমরা সর্বক্ষেত্রে উলঙ্গ নই
আমাদের সবকিছ বহু মানুষ দেখতে পায় না
আসলে আমরা নিজেকে লুকিযে রাখি
কিন্তু প্রকৃতপক্ষে আমরা লুকিয়ে থাকতে পারি না।

একজন মা
আমাকে বলেছে
আমি যদি উলঙ্গ না হতাম
ভবিষ্যৎ বংশধরদের জন্ম হতো কিভাবে?

কথাগুলো সত্যি না কাল্পনিক?
আসলে একটু চিন্তা করলেই দেখা যাবে
আমরা মানুষ এবং আমাদের পৃথিবী সত্যি উলঙ্গ
এ কারণেই আমাদেরকে নানাভাবে ঢেঁকে রাখি।

যখন জন্মগ্রহন করি তখন উলঙ্গ
মৃত্যুর পরও উলঙ্গ
মানুষ মৃত্যুর পর কাপড় দিয়ে ঢেঁকে দেয়
জন্মের পর আমরা অনেক দিনই থাকি উলঙ্গ।

ঢেঁকে রাখতে চাই আমাদেরকে
ঢেঁকে রাখতে চাই পৃথিবীকে
কিন্তুু কিভাবে?
তা কারোও জানা নেই।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে