Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

ফাত্তাহ তানভীর রানার করোনাকালের কবিতা


আগামী নিউজ | সাহিত্য ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২১, ০৩:৫৮ পিএম
ফাত্তাহ তানভীর রানার করোনাকালের কবিতা

ছবিঃ সংগৃহীত

করোনাকাল

দহনকালে
এসেছে করোনাকাল;
এ কী হয়েছে মানুষের হাল!
মানুষের নেই কো কোনো ঢাল।
শুকিয়েছে সব বিল-খাল
এখন করোনাকাল।
মানুষের বড়ই আকাল
অবস্থা বেগতিক-বেহাল!
চলছে দহনকাল
এখন করোনাকাল।

করোনা মিছিল

মৃতের মিছিলের কথা বলছি না
চারদিকে আক্রান্তের মিছিল!
পরিচিত অনেকের করোনা পজিটিভ
খবর পাচ্ছি নিয়মিত।
না জানি নিজেই কোন সময়ে
নিজেরই অজান্তে;
যোগ দেই সেই মিছিলে!

আগামীনিউজ/নাসির