Dr. Neem on Daraz
Victory Day

মাকে মনে পরে


আগামী নিউজ | লুৎফুন নাহার প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২১, ০১:০০ পিএম
মাকে মনে পরে

সংগৃহীত

আবার একবার ফিরে এসো মা
আমি তোমাকে জড়িয়ে ধরে রাখবো
তোমার চরণে মাথা রেখে
কতকাল ঠিক মতো ঘুমাতে পারিনি
সুখের ঘুমে ঘুমিয়ে যাবো।
 
মা, তোমার আনাড়ি মেয়েটা আজ আনাড়ি নেই
তোমার সাথে যতো মতো বিরোধ ছিল
সবকিছু শুধরে নিয়ে, তোমার কথার অবাধ্য হবনা
ভুল গুলো সব ঠিক করে, লক্ষীমেয়ে হব।
 
একবার ফিরে এসো মা
আমার তোমাকে খুব প্রয়োজন
তুমি ছাড়া কেউ নয় আপন
স্নেহময় বৃক্ষছায়ায় ভালোবাসার টানে
একবার এসোনা ফিরে।
 
মা, আমি তোমাকে যে কথা বলতে পারি নাই
আমি তোমাকে অনেক ভালোবাসি
ও মা একটু ছুঁয়ে দেবে আমায়
আষ্টেপৃষ্টে জড়িয়ে মায়া মমতায়।
 
যখন ছিলে বুঝতে পারি নাই
কি হারিয়ে গেল, এখন হারে হারে টের পাই
চুপটি করে, কোলে মাথা রেখে
শান্তির নিঃশ্বাস নিতে চাই, মা এসোনা আরেক বার।
 
আকুল হৃদয়ে ডাকছি তোমায়
তুমি ছাড়া পৃথিবী, অন্ধকারে তলিয়ে যায়
মা,মাগো আমাকে একটু আদর কর
আমি তোমার অভিমানী মেয়ে,
শেষ বিদায় বেলায়, মাথায় হাতটি বুলিয়ে দিও
পরম মমতায়, আমি ও অতলে তলিয়ে যাবো
স্মৃতিময় দুনিয়া ছেড়ে।
 
যতই ডাকি আমি, জানি আর আসবে না
আমার ও যাওয়ার সময় এসেছে
চলে যেতে হবে, যে কোন সময়
আর একটু অপেক্ষা, মৃত্যুর পরে তোমার যেন দেখা পাই
সেই সময়ের আছি অপেক্ষায়।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে