Agaminews
Dr. Neem Hakim
ড. নিম হাকিমের কবিতা

বেকার 


আগামী নিউজ | সাহিত্য ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১, ০৫:৩২ পিএম
বেকার 

ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

আমরা ভাই বেকার,
আমাদের আছে অনেক প্রকার।

কেউ যদি জিজ্ঞেস করে
কি করেন ভাই?
তাহলে লজ্জায় মরে যাই।

আসলে জবাব একটাই
ঘুরে ফিরে খাই।

আগামীনিউজ/নাসির