Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim
ড. নিম হাকিমের কবিতা

সুখ দুঃখের কথা


আগামী নিউজ | সাহিত্য ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১, ০৫:৪৫ পিএম
সুখ দুঃখের কথা

ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

প্রথম সুখের দিনগুলোতে
দুঃখের কথা ভুলে গিয়েছিলাম।

আবার যখন দুঃখ এলো
তখন সুখের দিনগুলো মনে পড়ত।

আবার যখন সুখ আসবে
তখন যেন দুঃখের কথা ভুলে না যাই।

সুখের দিনে যারা বন্ধু ছিল
দুঃখের দিনে তাদের পাইনি।

আবার যখন সুখ এসেছে 
পুরোনো বন্ধুরা এসেছে খোঁজ নিতে

এটাই স্বাভাবিক এটাই সত্য
এ জগতে।

আগামীনিউজ/নাসির