Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim
মাহতাবের ডায়েরি

একাকী


আগামী নিউজ | মাহতাব হোসেন প্রকাশিত: অক্টোবর ৫, ২০২০, ০১:০১ পিএম
একাকী

ছবি: সংগৃহীত

এই বিষণ্ণ আমি,

একাকী আমি,

জোছনার আলোতেও একা।

হেমন্তের বাতাসে ধানের মৌ মৌ গন্ধ-

তাতেও জাগে না আলোড়ন মনে।

এই দীর্ঘ বন্ধু সীমানায়,

তবুও একা ভাবি এতো আত্মায় জড়িত মানব-

তবুও একা লাগে,

এই একাকিত্বই একদিন আমাকে নিয়ে যাবে-

যেখানে আমার বহু আগে যাওয়ার কথা ছিলো,

যেখানে আমি চির একা থাকতে চাই দীর্ঘ সুখে,

তবুও প্রত্যাশা ফুরাবার নয়।

তবুও একা থেকে যাই।