Dr. Neem on Daraz
Victory Day
ড. নিম হাকিমের কবিতা

চন্দনার জন্য কান্না


আগামী নিউজ | ড. নিম হাকিম   প্রকাশিত: অক্টোবর ৩, ২০২০, ১২:২০ পিএম
চন্দনার জন্য কান্না

চন্দনা নদী

এখানে একটা নদী ছিল
নাম ছিল তার চন্দনা
দিনে দিনে মরে গেল
হলো নাম ‘মরা’ চন্দনা।

ধানভরা, পাটভরা
বড় বড় নৌকা
হাটবার ভিড়তো ঘাটে
দেখতে আসতো শত লোকে।

হতো সাঁতার কাটা, মাছ ধরা
গরু মহিষের গোসল করা
প্রতিমার বিসর্জন হওয়া
মৃত মানুষের শ্মশানে পুড়া।

হঠাৎ মরে গেল
ঢেউ থেমে গেল
নৌকা চলা বন্ধ হলো
বুক চিরে চাষ হলো।

চন্দনার বুকের উপর রাস্তা
দুই দিকে বাঁধ দিয়ে মাছের খামার
পাড়ের বড় গাছগুলো সাবার
নেই বাজপাখীর খাবার।

মানুষের চোখের সামনেই
এই জঘন্য কাজটি হলো
কেউ প্রতিবাদ করলো না
শুধু চেয়ে চেয়ে দেখলো।

চন্দনা এখনো তোমার পাড়ে
শ্মশানে মানুষের লাশ পুড়ে
তোমার বুকে প্রতিমা বিসর্জন হয়
পাশে মসজিদে মুয়াজিন আযান হাঁকে।

তোমার পাড়ে পূজার ঘন্টা ধ্বনিতে
মুয়াজ্বিনের আযানের সুরে
আমি চির নিদ্রায় শুতে চাই
চন্দনা শুধু তোমারই কান্নায়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে