Dr. Neem on Daraz
Victory Day
ড. নিম হাকিমের কবিতা

জনসেবক সাহেব


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ১১:৪৩ এএম
জনসেবক সাহেব

প্রতীকী ছবি

জনসেবক সাহেব!
আপনার জনগণ ক্ষুধার্ত, শীতার্থ
নিষ্পেষিত, নির্যাতিত রোগাক্রান্ত।

আপনি কোটি টাকা খরচ করেন নির্বাচনে
তা তো আপনি জনসেবায় লাগাতে পারেন
কখনও তা লাগান না কেন?

হে ত্রাণকর্তা!
কোটি টাকা খরচ করে জনসেবক হয়েছেন
আপনার সেবায় জনগণ কত খুশি!
বিধবার গম, মাজার-মন্দিরের অনুদান,
রাস্তার ইট-পাথর, টেন্ডারের অংশ
সবইতো আপনার পেটে
আপনার পেট কত বড়!

জনসেবক মহাশয়!
বড় পেট না হলে কি আর বড় জনসেবক হওয়া যায়?
বেকার যুব-জনগোষ্ঠি তো আপনারই সেবায়
আপনার নিরাপত্তার জন্য তো ওরা সাথে যায়।

হে মহান সেবক!
বেকার যুবশ্রেণীর হাতে অস্ত্রতো আপনারাই দিয়েছেন
সন্ত্রাসী কর্মকান্ড চাঁদাবাজি
সব কিছুতো আপনারাই শিখিয়েছেন।

হে কান্ডারী!
আপনি যখন লক্ষ লোকের সেবা করছেন
তখন আপনারতো কিছু সেবক থাকবেই
আপনার সেবক বাহিনীর মদ-তাড়ি
খরচের পয়সাতো আপনাকেই দিতে হয়
তাইতো এতো চাঁদাবাজি আপনারই সম্মানে।
হে মহান সেবক!
আপনি বড়ই ভাগ্যবান
সেবক হতে খরচ হয়েছে যা
লুটেছেন তার হাজার সমান।

সেবকের উছিলায় আপনার হয়েছে
মান-ইজ্জত, গাড়ি-বাড়ি, টাকা-কড়ি ভূঁড়ি ভূঁড়ি
আপনার কোন কিছুর অভাব নেই
আপনার সেবায় কত সুন্দরী নারী।

হে সেবক!
আপনিতো গরিবের ত্রাণকর্তা
সংখ্যাগরিষ্ঠ গরিবের ভোটেইতো আপনি নির্বাচিত
আপনার কোন আনন্দ অনুষ্ঠানে তো গরিব মানুষ দেখিনা
আপনার দেয়া কোর্মা পোলাও গরিবের ভাগ্যে জোটে না।

হে ভান্ডারী!
আপনিতো দরিদ্রের কান্ডারী
দরিদ্র মানুষ তো আপনার দিকেই তাকিয়ে আছে
আপনার করুণা, দয়া-দাক্ষিণ্যই ওদের কামনা

হে মানব দেবতা!
দরিদ্র মানুষেরা
আপনাকে কেমন সেবক মানে জানেন তা?
ওরা মনে করে
আপনি একজন উচ্চ পদের গনিকা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে