Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

এই শিকল পরা ছল (দ্বিতীয় পর্ব)


আগামী নিউজ | প্রনমি বোস প্রকাশিত: জুন ২৩, ২০২০, ১১:১৩ এএম
এই শিকল পরা ছল (দ্বিতীয় পর্ব)

মিথুন সিকদারে আঁকা ছবি

এই শিকল পরা ছল (দ্বিতীয় পর্ব)

হলে ফিরে যায় নিরু।
ম্যাম আর কয়েকজন স্টাফ কে সব খুলে বলে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করতেই চাইলো না। নিরু বুঝতে পারলো প্রমান ছাড়া কিছু করা যাবে না!সে তার রুমে ফিরে গেল, দরজায় খিল দেয়া লাঠিটা নিয়ে সিঁড়ির দিতে যেতে থাকে। ভয় পাচ্ছে। পারবে তো?
সে কি সত্যিই আসল কালপ্রিট কে ধরতে পারবে? কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। কাঁপা কাঁপা হাতে অতি সর্তকতার সাথে হাতের মুঠোয় লাঠি নিয়ে এগোতে থাকে নিরু।আচমকা দেয়ালে আঘাত লেগে পরে যায়, কপাল ফেটে টপটপ করে রক্ত পড়ছে! উঠে দাঁড়াতে গিয়ে সে আবার পিছলে পরে। মাথায় হাত চেপে রাখে নিরু..এই বুঝি মাথা ঘুরিয়ে পড়ে যাবে আবার।
নিজেকে বোঝায় সে, দূর্বল হলে চলবে না, বিনিকে বাঁচাতে হবে।তার সাথে যা হয়েছিল তা আর কারো সাথেই হতে দেয়া যাবে না!
ধীরে ধীরে সে এগোতে থাকে..
এর মধ্যে বিদ্যুৎ চলে এল।

নিরু তাড়াতাড়ি সিঁড়ির নিচে গিয়ে দেখে বিনি পড়ে আছে..ভয়ে কেমন জড়োসড়ো হয়ে গিয়েছে,কাঁপছে খুব । নিরুকে দেখেই ঝাপ্টে জড়িয়ে ধরে
নিরু তাকে বুকে শক্ত করে আগলে রাখে। "কিছু হবে না তোর,আমি আছি।ভয় পাস না"
"আফু,অই লোকডা! বলেই আবার চিৎকার দিয়ে কাঁদতে থাকে বিনি।
"শান্ত হ! কিছু হবে না, লক্ষ্মী বোন আমার।

বিনি নিরুর কোলেই বেঁহুশ হয়ে যায়,
ভয় পেয়ে যায় নিরু!
"বিনি, এই বিনি! কি হলো তোর?
ম্যাম? স্যার! আমার বিনির কি হলো!
সবাই ছুটে আসে, একি নিরু মাথা ফাটালে কি করে? আর বিনির কি হয়েছে? বেঁহুশ কি করে হল?
"বিদ্যুৎ আসার পর দেখি বিনি এখানেই পড়ে আছে।

"হয়ত অন্ধকারে ভয় পেয়েছে! তুমি খামোখায় ভয় পেলে! নিজের মাথাটাও ফাটিয়ে ফেললে! চলো মাথায় ব্যান্ডেজ করে কিছু খেয়ে নাও! ডাক্তার নওশাদ ফিরলে আমরা তোমাদের চ্যাক আপ করিয়ে নিব..

কিন্তু ম্যাম!!
"না আর কোন কিন্তু নয়।নিজের রুমে চলো।

নিরু কিছু বুঝে উঠতে পারে না,নানা প্রশ্ন ঘুরপাক খায়।
আসলেই কি বিনি একা ছিল?নাকি অন্য কেউ ছিল সাথে! যদি থেকে থাকে তাহলে সে হুট করে কই গেল?
মফিজ ছিল?নাকি অন্য কেউ!

চলবে........

আগামীনিউজ/জেএস

Dr. Neem