Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

অবিবাহিতদের ক্যান্সারের ঝুঁকি বেশি


আগামী নিউজ | লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩, ২০২২, ১০:৪২ পিএম
অবিবাহিতদের ক্যান্সারের ঝুঁকি বেশি

ঢাকাঃ শিরোনাম পড়ে হয়তো অনেকের চক্ষু চড়কগাছ। বিষয়টি অদ্ভুত মনে হওয়ার সঙ্গে সঙ্গে আপনাআপনি মনে প্রশ্ন চলে আসছে- বিয়ের সঙ্গে আবার ক্যানসারের কী সম্পর্ক?

সাম্প্রতিক এক গবেষণা বিয়ের সঙ্গে পাকস্থলীর ক্যানসারের সম্পর্ক খুঁজে পেয়েছেন।

ক্যানসারে প্রথমিক পর্যায়ে আক্রান্ত ৩ হাজার রোগীকে নিয়ে এই গবেষণা পরিচালিত হয়। সম্প্রতি ‘ইনভেস্টিগেটিভ জার্নাল’এ গবেষণাটি প্রকাশিত হয়।

বিজ্ঞানীরা দেখেছেন, ৭২ শতাংশ বিবাহিত পুরুষ ও নারীদের গ্যাস্ট্রিক ক্যানসার ধরা পড়ার পর অবিবাহিতদের তুলনায় ৫ বছর বেশি বাঁচার সম্ভাবনা আছে।

তথ্য বলছে, যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে পাকস্থলীর ক্যানসারে মৃত্যু হওয়ার ঝুঁকি অনেক বেশি।

গবেষকদের মতে, জীবনসঙ্গী আপনার খেয়াল রাখতে পারেন। অসুখ হলে তার মাধ্যমে সেবা পাওয়া সম্ভব। ফলে রোগী সহজে ভেঙে পড়েন না। যারা অবিবাহিত বা একা থাকেন তাদের কাছে অসুখ এতোটাও গুরুত্ব পায় না। আর তাতেই অবিবাহিতদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

বিবাহিত ব্যক্তিদের মধ্যে ক্যানসার হলেও রোগী দীর্ঘায়ু পেতে পারেন বলে দাবি করছেন গবেষকরা।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে