Dr. Neem
Dr. Neem Hakim

ভাইরাস থেকে বাঁচতে যেসব ফল খাওয়া জরুরি


আগামী নিউজ | লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৪:৪১ পিএম
ভাইরাস থেকে বাঁচতে যেসব ফল খাওয়া জরুরি

ছবি: আগামী নিউজ

ঢাকা: যেকোনো ভাইরাস নামক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের শরীর অনেক বেশি প্রস্তুত রাখতে হবে। বেশ কিছু ফল ক্ষেতে পারেন যা, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহাস্য করবে।

বেশ কিছু ফলের মধ্যে চিকিৎসকেরা মূলত লেবুজাতীয় ফল খাওয়ার উপরেই বেশি গুরুত্ব দিতে চাইছেন। লেবুজাতীয় নানা ধরনের ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন-সি। প্রায় সব ধরনের লেবুজাতীয় ফলেই থাকে প্রচুর ভিটামিন-সি। পাতি লেবু, কাগজি লেবু, কমলা, বাতাবি লেবু, মাল্টায়ও থাকে প্রচুর ভিটামিন-সি।

লেবু জাতীয় ফলের পাশপাশি জরুরি হলো পেয়ারা খাওয়া। পেয়ারায় থাকে বিভিন্ন ধরনের ভিটামিন। এছাড়াও আপেল খাওয়াও জরুরি। আর প্রয়োজন বেদানা। লোহার সঙ্গে নানা ধরনের প্রয়োজনীয় ভিটামিন প্রচুর থাকে এই ফলগুলোতে।

আগামীনিউজ/ হাসান