Dr. Neem on Daraz
Victory Day

চুলে ব্যবহার করুন হলুদ, তারপর দেখুন ম্যাজিক!


আগামী নিউজ | লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ১২:৩৪ এএম
চুলে ব্যবহার করুন হলুদ, তারপর দেখুন ম্যাজিক!

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ হলুদ খুবই উপকারী একটি মশলা। কেবল খাবারেই নয়, রূপচর্চাতেও রয়েছে এর ব্যবহার। অনেকেই ত্বকের যত্নে হলুদের ব্যবহার করেন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ার সঙ্গে সঙ্গে দাগছোপও দূর হয়। জানেন কি, শুধুমাত্র ত্বক ভালো রাখতেই নয়, চুলের সৌন্দর্যেও হলুদের ভূমিকা রয়েছে।

হলুদের বিভিন্ন কমপাউন্ড স্ক্যাল্পের নানা সমস্যা প্রতিরোধ করতেও একইরকম উপকারী। পরীক্ষায় প্রমাণিত যে, খুশকির সমস্যা কমাতে হলুদ কার্যকরী।

শ্যাম্পু করার আগে সমপরিমাণে অলিভ অয়েল এবং কাঁচা হলুদবাটা একসঙ্গে ভালভাবে মিশিয়ে (চাইলে অলিভ অয়েলের সঙ্গে কাঁচা হলুদ বেটে নিতে পারেন) পুরো স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। অন্তত ২০ থেকে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

চুল পড়া আটকাতেও হলুদের জুড়ি মেলা ভার। হলুদের কারকিউমিন স্ক্যাল্পে রক্ত চলাচল সঠিক রাখে। যার ফলে এটি চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। নারকেল তেলের সঙ্গে হলুদবাটা মিশিয়ে ভালোভাবে স্ক্যাল্প মাসাজ করুন। উপকার পাবেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে