Dr. Neem on Daraz
Victory Day

তেঁতুল পানির যত গুণ


আগামী নিউজ | লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২১, ১১:২২ এএম
তেঁতুল পানির যত গুণ

ঢাকাঃ এমন মানুষ পাওয়া খুব কঠিন যারা তেঁতুল পছন্দ করেন না। বিশেষ করে তরুণীদের খাবারের তালিকায় উপরের দিকেই পাওয়া যায় এর নাম। তবে ছেলে মেয়ে উভয়ে তেতুল খেতে পারে। গরমে তেঁতুলের খুব কদর বাড়ে অন্য সময়ের তুলনায়।

কীভাবে খাবেনঃ

কিছুটা খোসা ছাড়ানো তেঁতুলের সঙ্গে পানি মিশিয়ে নিন। মিশ্রনটি ভালোভাবে তৈরি হয়ে গেলে সেটি ছেঁকে নিন। এরপর ছেঁকে নেওয়া পানিতে সামন্য মধু মিশিয়ে সকাল-বিকাল দুই বেলা খান।

তেঁতুল পানির কী কী উপকারীতাঃ

  •     হৃদরোগের যাবতীয় সমস্যা দূর করে এই তেঁতুল পানি।
  •     কোলন ক্যান্সারের মতো রোগ থেকেও রক্ষা করে এই পানি।
  •     তেঁতুলে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি বুড়িয়ে যাওয়া ত্বককে রক্ষা করে।
  •     শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে এবং লিভারে জমা ফ্যাট গলাতে সাহায্য করে।
  •     তেঁতুল আমাদের শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় এবং হজম প্রক্রিয়াকে সঠিক রাখে।
  •     খারাপ কোলেস্টেরল ধ্বংস করে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে