Dr. Neem on Daraz
Victory Day

অস্ট্রেলিয়ায় ২৭০ বাংলাদেশির চাকরির সুযোগ


আগামী নিউজ | লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১, ০২:৩১ পিএম
অস্ট্রেলিয়ায় ২৭০ বাংলাদেশির চাকরির সুযোগ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ আইটি ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সোশ্যাল ওয়ার্কার, চিকিৎসক, নার্সসহ ৯ ধরনের পদে পেশাজীবী নেবে অস্ট্রেলিয়া।  ৯ ধরনের পদে ২৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আগামী ১৮ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা।

পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে।
পদগুলো হলো—

১. চিকিৎসক: ৩০টি
২. নার্স: ৩০টি
৩. আইটি ডেভেলপার: ৩০টি
৪. সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ৩০টি
৫. সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট: ৩০টি
৬. ওয়েল্ডার: ৩০টি
৭. মেকানিক্যাল ফিটার: ৩০টি
৮. এইজড কেয়ার: ৩০টি
৯. সোশ্যাল ওয়ার্কার: ৩০টি

আগ্রহীদের https://forms.gle/YtpdbPvQxgHxX2cT6 লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানা যাবে বোয়েসেলের ওয়েবসাইটে http://www.boesl.gov.bd/।

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে