Dr. Neem on Daraz
Victory Day

করোনা ভালো হলেও যে ৭ স্বাস্থ্যবিধি মানা জরুরী


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২০, ০৯:২৯ পিএম
করোনা ভালো হলেও যে ৭ স্বাস্থ্যবিধি মানা জরুরী

ফাইল ছবি

পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. শারমিন ইয়াসমীন বলেন, সেরে ওঠার পরও মানতে হবে স্বাস্থ্যবিধি। এই চিকিৎসক আরও বলেন, করোনা ভালো হওয়ার পর প্রথমেই দেখতে হবে ভাইরাসটি আক্রমণ করে কোথাও ক্ষতি করেছে কিনা। এ ছাড়া অন্য কোনো বিষয়ে চিকিৎসার পর প্রয়োজন রয়েছে কিনা।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির জন্য শারমিন ইয়াসমীনের পরামর্শ–

১. সুস্থ হয়ে গেলেও ফলোআপ চিকিৎসা করতে হবে।
২. প্রয়োজনীয় টেস্টগুলো করাতে হবে ও চিকিৎসককে দেখাতে হবে।
৩. শারীরিক সুস্থতার প্রয়োজনীয় ব্যায়ামগুলো করতে হবে।
৪. বয়স বা অন্যান্য রোগের কারণে ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চিকিৎসকের পরামর্শ নিন।
৬. অ্যান্টিবডি সবসময় সুরক্ষা দেয় না। কারণ এটি নির্ভর করে ব্যক্তি কতটা আক্রান্ত হয়েছেন তার ওপর।
৭. স্বাস্থ্যবিধি ও সামাজিক সুরক্ষার নিয়মকানুন মেনে চলুন।

তথ্যসূত্র: বিবিসি বাংলা 

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে