Agaminews
Dr. Neem Hakim

ঝড়ের সময় যেসব বিষয়ে সতর্ক হবেন 


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২০, ০১:৫৭ পিএম
ঝড়ের সময় যেসব বিষয়ে সতর্ক হবেন 

ছবি: সংগৃহীত

আমাদের দেশে বৈশাখ-জৈষ্ঠ্যের এই সময়ে সবচেয়ে বেশি ঝড় লক্ষ করা যায়। বৈশাখ মাসে এই ঝড় হয় বলে একে কালবৈশাখী নামেও ডাকা হয়। আপনি যদি এ ঝড়ের কবলে পড়ে যান তাহলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। নইলে বিপদের আশঙ্কা হতে পারে। 

জেনে নিন ঝড়, কিংবা কালবৈশাখী ঝড়ের কবলে পড়লে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে:

১) নিরাপত্তার জন্য ইমারজেন্সি কিট হাতের কাছে রাখুন।
২) দরজা-জানালা বন্ধ রাখুন।
৩)ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না।
৪) বাইরে কোনো আসবাব রাখা থাকলে নিরাপদ স্থানে আনুন।
৫) রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, বা অনলাইন নিউজে আবহাওয়ার খবরে চোখ রাখুন।
৬) পরিবারে সবাই বাড়ির  মধ্যে রয়েছে কিনা খেয়াল রাখুন।
৭) ঝড়ের পূর্বাভাস পেলে বাইরে ঘুরতে না যাওয়াই ভালো।
৮) বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্র সম্ভব হলে আনপ্লাগ করে দিন।
৯) এ সময় বাথটব বা শাওয়ারে গোসল না করাই ভালো।
১০) টিনের চাল, ফায়ার প্লেস থেকে দূরে থাকুন।
১১) গাছের নিচে আশ্রয় নেবেন না।
১২)  টেলিফোনের বা বৈদ্যুতিক তার থেকে দূরে থাকুন।
১৩) সুইমিং পুল, লেক, নৌকা থেকেও দূরে থাকা ভালো
১৪) গাড়িকে গাছ থেকে দূরে রাখুন।
১৫) ঝড় থেকে হওয়া বন্যার পানিতে প্রচুর জীবানু থাকে। তাই কখনোই সাতার কাটবেন না এই পানিতে ।
১৬) রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতে পারে ঝড়ে। তাই খুব সতর্ক হয়ে রাস্তা পারাপার করুন এই সময়।

আগামীনিউজ/বিজয়

Dr. Neem