Dr. Neem on Daraz
Victory Day

ঝাঁঝালো স্বাদের সর্ষে-মাটন


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০, ০৮:৫১ পিএম
ঝাঁঝালো স্বাদের সর্ষে-মাটন

স্বাদে পরিবর্তন নিয়ে আসতে কাসুন্দি ও সরিষা দিয়ে রান্না করে ফেলতে পারেন ভিন্ন স্বাদের সর্ষে-মাটন। গরুর মাংস দিয়েও একইভাবে করা যায় রান্নাটি। জেনে নিন ঝাঁঝালো স্বাদের এই আইটেমটি কীভাবে রান্না করবেন।

উপকরণ

খাসির মাংস- ১ কেজি

পেঁয়াজ (স্লাইস করে কাটা): ৪০০ গ্রাম

কাঁচামরিচ- স্বাদ মতো

গরম মসলা বাটা- ২ চা চামচ

টক দই- ১৫০ গ্রাম

আদা বাটা- ২৫ গ্রাম

রসুন বাটা- ২৫ গ্রাম

সরিষা বাটা- ৫০ গ্রাম

কাসুন্দি- ৫০ গ্রাম

সরিষার তেল- প্রয়োজন মতো

লবণ- স্বাদ মতো

প্রস্তুত প্রণালি

খাসির মাংস ধুয়ে ছোট টুকরা করে কেটে নিন। লবণ মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে ২টি সিটি দিয়ে নামিয়ে নিন। সেদ্ধ করা স্টকটা ফেলবেন না। পানি থেকে মাংস তুলে একটু ঠাণ্ডা হওয়ার পর এতে আদা বাটা, রসুন বাটা, স্বাদ অনুযায়ী মরিচ বাটা, দই, সরিষা বাটা, গরম মসলা বাটা, তেল ও স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিন। ম্যারিনেট করে রেখে দিন ঘণ্টাখানেক।

কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। কিছুটা ভাজা পেঁয়াজ আলাদা করে তুলে রাখুন বেরেস্তার জন্য। বাকি পেঁয়াজটার মধ্যে ঢেলে নিন মসলা মাখা। কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিন। নাড়তে হবে ঘন ঘন। মাংস সেদ্ধ হয়ে গেলে আরো খানিকটা সরিষা বাটা ও কাসুন্দি ছড়িয়ে দিন। ফুটে উঠলে নেড়েচেড়ে গরম মসলার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম।

আগামীনিউজ/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে