Dr. Neem on Daraz
independent day of bangladesh

নাশকতার মামলায় হাজিরা দিলেন ফখরুলসহ বিএনপির ৫ নেতা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ১০:৫৭ এএম
নাশকতার মামলায় হাজিরা দিলেন ফখরুলসহ বিএনপির ৫ নেতা

ঢাকাঃ রাজধানীর শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতা।

অন্য আসামিরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে তারা আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করেন।

এর আগে হাজিরা দিতে সকাল ৮টার দিকে মির্জা ফখরুল উপস্থিত হন আদালতে।

২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে এই দুই মামলা করা হয়। মামলা দুটি তদন্তাধীন।

বুইউ