Dr. Neem on Daraz
Victory Day

১৩৩ কোটি টাকার সম্পদ ১৫ কোটিতে নিলাম, সংশ্লিষ্টদের তলব


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ০৮:২৪ পিএম
১৩৩ কোটি টাকার সম্পদ ১৫ কোটিতে নিলাম, সংশ্লিষ্টদের তলব

ঢাকাঃ আদালতের আদেশের পরেও ১৩৩ কোটি টাকা মূল্যের সম্পদ ১৫ কোটি টাকায় নিলামে তোলায় কুষ্টিয়ার ডিসি-এসপিসহ পাঁচজনকে ডেকেছেন হাইকোর্ট। আগামী ২১ আগস্টের মধ্যে তাদেরকে স্বশরীরে হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) এ বিষয়ে এক শুনানি করে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি একেএম রবিউল হুসাইনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

যাদেরকে ডাকা হয়েছে তারা হলেন- ব্র্যাক ব্যাংকের এমডি, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ওই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নিলামে সম্পত্তি ক্রয়কারী।

এর আগে গত ২৪ মার্চ ওই সম্পত্তি (প্রতিষ্ঠান) নিলামে তোলা হয়। ওই নিলামের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন প্রতিষ্ঠানসমূহের মালিক শফিকুল ইসলাম। হাইকোর্ট ডিভিশনের যৌথ বেঞ্চ নিলামের সব কার্যক্রম স্থগিত করেন। এর ফলে শফিকুল ইসলামের মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইস মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের মালিকানা বহাল থাকে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে