Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

করোনামুক্ত হলেন প্রধান বিচারপতি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৪:২১ পিএম
করোনামুক্ত হলেন প্রধান বিচারপতি

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করোনামুক্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রধান বিচারপতি  ও তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। 

বুধবার (২৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুর রহমান বলেন, ‘করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পর প্রধান বিচারপতি সস্ত্রীক হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তাঁরা সুস্থ আছেন।

করোনোয় সংক্রমিত হয়ে ১৯ জানুয়ারি রাতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন। এর আগের দিন ১৮ জানুয়ারি একই হাসপাতালে ভর্তি হন প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ।

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) থেকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম শুরু হয়।

আগামীনিউজ/নাসির