Dr. Neem on Daraz
Victory Day

‘করাপশন ইন মিডিয়ার’ অপপ্রচার বন্ধে হাইকোর্টের রুল


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৮:০০ পিএম
‘করাপশন ইন মিডিয়ার’ অপপ্রচার বন্ধে হাইকোর্টের রুল

ফাইল ছবি

ঢাকাঃ লন্ডন থেকে সাংবাদিক জাওয়াদ নির্ঝর পরিচালিত ‘করাপশন ইন মিডিয়া’ পেজে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার বন্ধ ও মানহানিকর ভিডিও অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এসব ভিডিও অপসারণে যেসব আবেদন দাখিল করা হয়েছে সেগুলো সাতদিনের মধ্যে নিষ্পত্তি করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে ফেসবুক পেজটিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া ওই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার নিগার সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

আগামীনিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে