Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

সিনিয়র নার্স পদে চাকরির সুযোগ


আগামী নিউজ | চাকরি ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৩:৪৬ পিএম
সিনিয়র নার্স পদে চাকরির সুযোগ

ফাইল ছবি

ঢাকাঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লি মঙ্গল কর্মসূচি (পিএমকে)। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র নার্স (ওটি)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নামঃ সিনিয়র নার্স (ওটি)।

যোগ্যতাঃ

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ডিপ্লোমা ও বিএসসি নার্সিং অগ্রাধিকার। হাসপাতালের বাসভবনে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। রোগীর সেবার প্রতি নিবেদিত প্রাণ ও বন্ধুসুলভ আচরণ করতে হবে। এ কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছর। শুধু নারীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থলঃ ঢাকা (আশুলিয়া)।

বেতনঃ  আলোচনা সাপেক্ষে ।

আবেদনের পদ্ধতিঃ 

আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি পাঠাতে হবে। আপডেট সিভি মেইল করুন। সাম্প্রতিক ছবি সংযুক্ত করে hospital@pmk-bd.org বা সরাসরি প্রেরণ করুন এই ঠিকানায় : পল্লি মঙ্গল কর্মসূচি, ফ্ল্যাট ২এ ২বি, বাড়ি ১২৩, রোড ১৩/এ, পশ্চিম ধানমণ্ডি, ঢাকায়।

আবেদনের শেষ তারিখঃ ১০ মে, ২০২১।

আগামীনিউজ/সোহেল