Dr. Neem on Daraz
Victory Day

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি


আগামী নিউজ | চাকরি ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ০১:০৫ পিএম
সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি

ঢাকাঃ বাংলাদেশ সেনাবাহিনীতে ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: সৈনিক
ট্রেডের নাম: ট্রেড-২ (বিশেষ পেশা)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১৭-২০ বছর

পেশাসমূহ: কুকু (মেস), কুকু (ইউনিট), কুকু (হাসপাতাল), ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর), ব্যান্ডসম্যান (বাদক), কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টার, টেইলার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডজে)।

যোগ্যতা:

ক. কুকু পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে।

খ. ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর) পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের বুট মেরামত এবং সেলাইয়ে পারদর্শী হতে হবে।

গ. টেইলর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের সেলাইয়ের ওপর কমপক্ষে ৩ মাসের প্রশিক্ষণ থাকতে হবে। বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে।

ঘ. কার্পেন্টার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডজে) পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজ জানতে হবে।

ঙ. পেইন্টার ডেকোরেটর (পিডি) এবং পেইন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজে পারদর্শী হতে হবে।

চ. ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড, ক্ল্যারিনেট, পাইপ ব্যান্ড, ব্রাসব্যান্ড ট্রাম্পপেট)-এ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

শারীরিক মান

উচ্চতা: পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ১ ইঞ্চি।

ওজন: পুরুষ ৪৯.৯০ কেজি ও নারী ৪৭ কেজি।

বুক: পুরুষ স্বাভাবিক ৩০ ইঞ্চি স্ফীত ৩২ ইঞ্চি। নারী স্বাভাবিক ২৮ ইঞ্চি স্ফীত ৩০ ইঞ্চি।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

প্রশিক্ষণ

১ বছর মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

ফরম পূরণ

প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।

আবেদন ফরম পূরণের সময় ২০০ টাকা টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে