Dr. Neem on Daraz
Victory Day

লোক নেবে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ০৪:০৭ পিএম
লোক নেবে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট

সংগৃহীত ছবি

ঢাকাঃ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক বাস্তবায়নাধীন ‘ডেইরি উন্নয়ন গবেষণা’ শীর্ষক প্রকল্পের জন্য লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রকল্পের ৫টি শূন্য পদে মোট ৫ জনকে নিয়োগ দেবে  প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। পদগুলোতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ডেইরি হার্ড হেলথ)

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: পশু চিকিৎসা বিজ্ঞান বিষয়ে পিএইচডি অথবা এমএসসি ডিগ্রি।

বেতন: জাতীয় বেতন গ্রেড-৪ অনুসারে। 

পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (ডেইরি টেকনোলজি)


পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: পশুপালন বিষয়ে বিএসসি ডিগ্রি।

বেতন: জাতীয় বেতন গ্রেড-৯ অনুসারে।

পদের নাম: প্রশিক্ষণ কর্মকর্তা

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: পশুপালন বিষয়ে বিএসসি/কৃষি অর্থনীতি বিষয়ে বিএসসি/পশু চিকিৎসা বিজ্ঞান বিষয়ে ডিগ্রি।

বেতন: জাতীয় বেতন গ্রেড-৯ অনুসারে।

পদের নাম: হিসাবরক্ষক

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বি.কম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: জাতীয় বেতন-গ্রেড-১৪ অনুসারে।

পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ৫ নভেম্বরের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি বা হাতে হাতে- ‘প্রকল্প পরিচালক, ডেইরি উন্নয়ন গবেষণা প্রকল্প, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরই), সাভার, ঢাকা-১৩৪১’ ঠিকানায় অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন ফরমের নমুনা পাওয়া যাবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে www.blri.gov.bd।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে