Dr. Neem on Daraz
Victory Day

অনলাইন কেনাকাটায় নতুন ৪ ফিচার আনছে ফেসবুক


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০২১, ০২:৫৭ পিএম
অনলাইন কেনাকাটায় নতুন ৪ ফিচার আনছে ফেসবুক

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার ই-কমার্স ও অনলাইন শপিংয়ের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে নতুন ফিচার নিয়ে আসছে। প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজের ওয়ালে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার তিনি জানান, আগামীতে আমরা সোস্যাল মিডিয়ায় চারটি ফিচার নিয়ে আসব।

জাকারবার্গ আরও লিখেছেন, ফেসবুক মার্কেটপ্লেস, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামে দ্রুতই ইন্সটাগ্রাম ভিজুয়াল সার্চ, অনলাইন শপ, অ্যাডভার্টাইজমেন্ট ও মার্কেটপ্লেস শপ নামে চারটি ফিচার চালু করা হবে।

এছাড়া অনলাইন শপের বিজ্ঞাপন দেয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ফিচার চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ওই স্ট্যাটাসে মন্তব্য আকারে বিস্তারিত পরিকল্পনায় জানানো হয়, ইন্সটাগ্রাম ভিজুয়াল সার্চের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন পণ্যের নাম লিখে সার্চ করতে পারবেন। এতে অনলাইন শপের মাধ্যমে পণ্য কেনার জন্য ব্যবসায়ীর সঙ্গে চ্যাট করার সুবিধা পাওয়া যাবে। এটি সেটআপের জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম তিনটি মাধ্যমের সেটিংসে যেতে হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে