Dr. Neem on Daraz
Victory Day

৩৮ লাখ বাংলাদেশির ফেইসবুক আইডি হ্যাক


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৩:৪৪ পিএম
৩৮ লাখ বাংলাদেশির ফেইসবুক আইডি হ্যাক

আইটি ডেস্কঃ ফেসবুক ব্যবহারকারী ৩৮ লাখ বাংলাদেশির ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়ে গেছে।

একটি লো-লেভেল হ্যাকিং প্লাটফর্ম প্রযুক্তি এসব তথ্য প্রকাশ করেছে। বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

একই সাথে বিশ্বের ১০৬ দেশের ৫৩ কোটি ৩০ লাখেরও বেশি আইডি হ্যাক হয়েছে জানায় সুত্রটি।

তথ্য ফাঁস হওয়াদের তালিকায় ১০৬ দেশের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে যুক্তরাষ্ট্রের তিন কোটি ২০ লাখ ব্যবহারকারী। পাশাপাশি যুক্তরাজ্যের রয়েছে এক কোটি ১০ লাখ ও ভারতের ৬০ লাখ ব্যবহারকারী। বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী রয়েছেন ৩৮ লাখ।

ব্যবহারকারীর গোপনীয় তথ্যের মধ্যে রয়েছে, ফোন নম্বর, ফেসবুক আইডি, পুরো নাম, লোকেশন, জন্ম তারিখ, জীবনবৃত্তান্ত এবং কোনো কোনো ক্ষেত্রে ইমেইল এড্রেসও।

ফেসবুকের পাসওয়ার্ড রিসেট ডাটা সেট টেস্টে ফাঁস হওয়া তথ্যের ই-মেইল এড্রেস ব্যবহার করে যাচাই করেছে সংবাদমাধ্যমটি।

পাশাপাশি বিজনেস ইনসাইডার ফাঁস হওয়া তথ্যের একটি নমুনা পর্যালোচনা করেছে এবং তথ্য সেটে তালিকাভুক্ত আইডিগুলোর সঙ্গে পরিচিত ফেসবুক ব্যবহারকারীদের ফোন নম্বরগুলো মিলিয়ে বেশ কয়েকটি রেকর্ড যাচাই করেছে।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে