Dr. Neem on Daraz
Victory Day

আমেরিকার বাজারে ‘মেইড ইন বাংলাদেশ’ স্মার্ট ফোন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১, ২০২০, ০৪:১০ পিএম
আমেরিকার বাজারে ‘মেইড ইন বাংলাদেশ’ স্মার্ট ফোন

ঢাকা : যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপল, সামস্যাং এর মতো খ্যাতনামা গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করবে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের তৈরি স্মার্টফোন।

রোববার (১ মার্চ) গাজিপুরের কালিয়াকৈরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিতে আমেরিকায় প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি স্মার্টফোন রফতানি কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

এসময় তার সঙ্গে ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় অর্থমন্ত্রী বলেন, ‘ক্রিকেট বোর্ডের সভাপতি থাকা কালেও আমি ওয়ালটনের কাছ থেকে সাহায্য নিয়েছি। ওয়ালটন দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। ওয়ালটন যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে তা থেকে তারা বিচ্যুত হয়নি। আগামীতে ওয়ালটন প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান করবে।’

আগামীনিউজ/মিঠু/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে