ঢাকাঃ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী রাফসান জামান।
রোববার (১২ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এ সময় এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ৩৯ হাজার শিক্ষার্থী। আর পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের চেয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে পাসের হার কমেছে ১৯ দশমিক ৭৯ শতাংশ। এ বছর এক লাখ ৩৯ হাজার পরীক্ষার্থী আবেদন করে পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩৫ হাজার ৮০০ জন। এদের মধ্যে পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। যা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।
তিনভাবে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে।
এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।
বুইউ