Dr. Neem on Daraz
Victory Day

হজ পালনে ২৪ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০২২, ১০:২৯ পিএম
হজ পালনে ২৪ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর

ঢাকাঃ দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৪ চিকিৎসককে পবিত্র হজ পালনের জন্য ৪৫ দিনের প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৮ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের এইচআর-২ শাখার সিনিয়র সহকারী সচিব সুজিত দেবনাথ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে উল্লিখিত কারণে সংশ্লিষ্ট দেশে ভ্রমণের অনুমতিসহ ১৯৫৯ সালের নির্ধারিত ছুটি বিধিমালার ৩(১) বিধি অনুযায়ী নিমোক্ত শর্তে বহিঃবাংলাদেশ অর্জিত ছুটি মঞ্জুর করা হলো।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সবার কাছে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে