Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

দেশে ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০১:০৯ পিএম
দেশে ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত

ফাইল ছবি

ঢাকাঃ দেশে আরও ২২ জনের দেহে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫৫ জন ওমিক্রনে আক্রাক্ত হয়েছেন।

সোমবার (১৭ জানুয়ারি) নতুন এই ২২ রোগীর ওমিক্রনে আক্রান্তের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)। 

নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে ১২ জনই রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুই জন এবং চাঁনখারপুল এলাকার বাসিন্দা চার জন।

জানা গেছে, নতুন করে ওমিক্রন শনাক্তদের ১২ জন পুরুষ ও ১০ জন নারী। এদের মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীও রয়েছেন।

প্রসঙ্গত, দেশে প্রথম গত বছর ১১ ডিসেম্বর দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা ছিলেন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার। ওই দুই নারী ক্রিকেটারসহ পরে যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তাদের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আগামীনিউজ/নাসির