 
                            ফাইল ছবি
ঢাকাঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৮৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৩২ জনই ঢাকার। আর ঢাকার বাইরে ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্তমানে সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৯০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এরমধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৪০ জন ও অন্যান্য বিভাগে ১৬৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বছর এ পর্যন্ত মোট ২০ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৯ হাজার ৯২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জুন মাসে ২৭২ জন, জুলাইয়ে বেড়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে আরো বেড়ে ৭ হাজার ৬৯৮ জন, আর সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। চলতি অক্টোবর মাসে এ পর্যন্ত ২ হাজার ৭১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
আগামীনিউজ/শরিফ
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)