Dr. Neem on Daraz
Victory Day

ডেঙ্গুতে কলরব শিল্পী মাহফুজের মৃত্যু ও আমাদের করণীয়


আগামী নিউজ | ডাঃ ইসমাইল আজহারি প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ০৪:৩২ পিএম
ডেঙ্গুতে কলরব শিল্পী মাহফুজের মৃত্যু ও আমাদের করণীয়

ফাইল ছবি

ঢাকাঃ ডেঙ্গু হচ্ছে মশা বাহিত একটা ভাইরাস, এডিস মশার কামড়ের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় ফলে ডেঙ্গু জ্বর  হয়।

ডেঙ্গু জ্বরের লক্ষ্মণ -

১-উচ্চ তাপমাত্রা সহকারে জ্বর আসা

২-জ্বর ১০৪-১০৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে।

৩। প্রচন্ড মাথা ব্যাথা হবে বিশেষ করে চোখের পিছনের অংশে ব্যাথা হবে।

৪।পুরো শরীর ব্যাথা হতে পারে

৫।প্রচন্ড বমির ভাব থাকবে।

৬।খাবার রুচি একবারি কমে যাবে।

৭।প্রচন্ড দূর্বলতা লাগতে পারে।

৮। বমির সাথে রক্ত যেতে পারে

৯। কালো রঙের পায়খানা হতে পারে

১০। শরীরে চামড়ার নিছে লাল লাল র‍্যাশ দেখা দিতে পারে।

জটিলতা -

ডেঙ্গু জ্বরের ৪র্থ দিন থেকে ৬ষ্ট দিন কে ডেঞ্জার সময় বলা হয়, ৪র্থ দিনের পর ১০% রোগীর ডেঙ্গু ভাইরাসের কারণে রক্তনালী সমূহ ড্যামেজ হয়ে শরীরের অভ্যন্তরীণ রক্ত ক্ষরণ হয়ে কিংবা প্লাজমা লিক হয়ে রোগীর মাল্টিপল অর্গান ফেইলুর হতে পারে, হঠাৎ করে কিডনি ড্যামেজ হয়ে ৩-৪ দিনের মধ্যে মৃত্যুও হতে পারে, 

হার্ট ফেইলুর হতে পারে, ব্রেইন ড্যামেজ হতে পারে।

বুঝার উপায় কি?

বমির সাথে রক্ত যেতে পারে,

কালো বর্ণের পায়খানা হতে পারে।

নাক দিয়ে কিংবা থুথুর সাথে রক্ত যেতে পারে

শরীরের চামড়ার নিছে লাল লাল র‍্যাশ দেখা দিতে পারে

ব্লাড প্রেশার কমে গিয়ে ৯০/৫০,৮০/৫০, এইরকম হয়ে যেতে পারে, সিস্টোলিক প্রেশার ১২০ এর পরিবর্তে ১০০ এর নিছে নেমে যাবে। 

কলরব এর শিল্পী প্রিয় মাহফুজ বয়স ২৩ গত ৪ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়, সেখান থেকে কিডনি ড্যামেজ হয়েছে, এবং কিছু বুঝে ওঠার আগেই খুব অল্প সময়ে তিনি না ফেরার দেশে চলে গেলেন,

ডেঙ্গুতে করণীয়--

ডেঙ্গুতে জ্বর হলে পর্যাপ্ত পরিমান তরল খাবার খাবেন, জুস, শরবত, ডাবের পানি ফলমূল খাবেন।

হবার ৪র্থ দিন, ৫ম দিন ৬ষ্ট দিন, এই ৩ দিন প্রতিদিন রক্তের  CBC পরীক্ষা করান। একজন ডাক্তার এর শরণাপন্ন হন।   এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

প্রতি দিন সকাল, বিকাল, রাত ব্লাড প্রেশার চেক করুন।

প্রেশার কমে যাচ্ছে দেখেলেই হাসপাতালে ভর্তি হয়ে যান, কিংবা ডাক্তারের শরানপন্ন হন।

[লেখকঃ চিকিৎসক - ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাঁসপাতাল। সিইও- সেন্টার ফর ক্লিনিক্যাল এক্সিলেন্স এন্ড রিসার্চ]

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে