Dr. Neem on Daraz
Victory Day

নিবন্ধন থাকলে দ্বিতীয় ডোজে ফাইজারের টিকা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৯, ২০২১, ০৬:২৫ পিএম
নিবন্ধন থাকলে দ্বিতীয় ডোজে ফাইজারের টিকা

সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ করোনা টিকার প্রথম ডোজ নেওয়া অনেকেই দ্বিতীয় ডোজ নিতে পারেননি। ঢাকার যেসব টিকা কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হবে ওই কেন্দ্রে নিবন্ধন করা থাকলে টিকার দ্বিতীয় ডোজের ক্ষেত্রে তাদের বিষয়টি বিবেচনা করা হবে।

বুধবার (৯ জুন) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তাপ ও আলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় রাজধানী ঢাকার মাত্র চারটি কেন্দ্র দেওয়া হবে ফাইজার-বায়োনটেকের টিকা। এই টিকা কোনোভাবেই আলো ও তাপের সংস্পর্শে রাখা যাবে না বলে স্বাস্থ্য অধিদপ্তর এমন সিদ্ধান্ত নিয়েছে।

অধিদপ্তর এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ফাইজারের টিকা দেওয়ার প্রস্তাব করেছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে