Dr. Neem on Daraz
Victory Day

বুস্টার ডোজে দেয়া হবে মডার্নার টিকা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ১০:৫৭ এএম
বুস্টার ডোজে দেয়া হবে মডার্নার টিকা

ফাইল ছবি

ঢাকাঃ করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজে (তৃতীয় টিকা) এখন থেকে মডার্নার টিকা ব্যবহার করা হবে। এতো দিন বুস্টার ডোজে ফাইজারের টিকা দেয়া হতো তবে স্কুল কলেজের (১২-১৭) শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে।

বুধবার (১২ জানুয়ারি) কোভিভ-১৯ টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও অধিদপ্তরের পরিচালক ডা মো শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে— দেশের সব পর্যায়ে বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে ফাইজারের টিকার পরিবর্তে মডার্নার টিকা দেয়া হবে। স্কুল-কলেজগামী ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের এবং যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার নিয়েছেন, তাদের জন্য এই টিকা সংরক্ষণ করতে বলা হয়েছে।

মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানের তৈরি ফাইজার-বায়েএনটেকের টিকা বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশে আসছে। মডার্নার টিকাও যুক্তরাষ্ট্রে তৈরি। এই দুটি টিকা করোনা থেকে সুরক্ষা দিতে বেশ কার্যকর বলে একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে