Dr. Neem on Daraz
Victory Day

পা ফাটা রোগের কারণ ও প্রতিকার


আগামী নিউজ | নারগিস আমিন, মেডিকেল শিক্ষার্থী প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০৫:৫৬ পিএম
পা ফাটা রোগের কারণ ও প্রতিকার

ছবি: আগামী নিউজ

ঢাকা: সুন্দর ও পরিচ্ছন্ন পা সবার প্রত্যাশা।পায়ের গোড়ালি ও পায়েল তলা ফেটে যাওয়া একটি বিব্রতকর সমস্যা।শুষ্ক মৌসুম ও আর্দ্রতার ঘাটতিতে এ সমস্যা হয়।পা ফাটলে পায়ের গোড়ালিতে যন্ত্রণা হতে থাকে।দীর্ঘদিন পা ফাটা থাকলে ইনফেকশন হতে পারে,পায়ে ব্যথা অনুভূত হয়,পা ফুলে যায়,দৈনন্দিন চলাফেরা ব্যাহত হয়। 

পা ফাটা রোগের কারণ:
১. খালি পায়ে হাঁটা
২. দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা
৩. শক্ত জুতা পরিধান করা
৪. ধুলাবালিতে কাজ করা
৫. ক্ষেতখামারে কাজ করা
৬. পরিমিত পানি পান না করা
৭. অতিরিক্ত পা ঘামানো
৮. ভিটামিন এ. সি.  ই এর অভাব

উপরের কারণ গুলির সাথে কিছু রোগের কারণেও ফা ফেটে যেতে পারে- যথা
পামোপ্ল্যান্টার কেরাটোডার্মা(palmo planter keratoderma): এটি একধরণের জিনবাহিত রোগ।এক্ষেত্রে রোগীর ত্বক পুরু হয়।মোটা ও পুরু চামড়া সংগত কারনেই খসখসে ও শক্ত হতে থাকে যা পরে ফেটে যায়।ফাটা স্থান দিয়ে নানান জীবাণু ঢুকে হতে পারে মারাত্মক প্রদাহ বা ইনফেকশন। 

সোরিয়াসিস (psoriasis): এটি এক প্রকার অটো ইমিউনো ডিজিজ। এই রোগে হাতে  পায়ে চাকা চাকা দাগ হয়ে যায়,চুলকানি,ছাল ওঠা এ রোগের লক্ষণ।হাত ও পায়ের তালুতে সোরিয়াসিস হলে আক্রান্ত স্থান ফেটে গিয়ে লাল মাংস দেখা যায়।শীতকালে এই ফাটা বেড়ে যায়।

টিরিয়াসিস রুব্রা পাইলারিস (pityriasis rubra pilaris): এটি জিনবাহিত রোগ।এ রোগ যাদের আছে শীতকালে তাদের হাত পা প্রচন্ড শুষ্ক হয়ে যায় এবং সোরিয়াসিস এর মতই পা ফেটে যায়।

আসুন জেনে নিই, কিভাবে প্রতিকার করবেন:

ফা ফাটা রোগের প্রতিরোধের ক্ষেত্রে প্রথম ও প্রধান শর্ত হচ্ছে 'ত্বক নরম ও মসৃণ রাখা' 

সে জন্য যা করা যেতে পারে-

১.  খালি পায়ে চলা ফেরা না করা
২. আরামদায়ক নরম জুতা পরিধান করা। 
৩. পর্যাপ্ত পরিমান পানি পান করা
৪. নারিকেল তেল মালিশ করা 
৫. ফা ফেটে গেলে রাত্রে শোয়ার ফাটা জায়গায়  পূর্বে মধুর প্রলেপ দেওয়া 
৬. নিয়মিত ভেসলিন ব্যবহার করা
৭. ঝামা পাথর বা পিউমিস পাথর দিয়ে পা ঘষে পায়ের মরা চামড়া তুলে নেওয়া, এবং পরবর্তীতে নারিকেল তেল মালিশ করা। 

৮. মোজা পরে থাকা: শীত পড়া শুরু হলেই মোজা পরার অভ্যেস তৈরি করতে হবে।এতে ঠান্ডা, ধুলাবালি,দূষণ থেকে  মুক্ত থাকবে পা।

৯. লবণ পানিতে পা ভেজানো: আধা বালতি কুসুম গরম পানিতে ১চিমটি লবণ দিয়ে সেখানে পা আধঘন্টা ডুবিয়ে রাখলে বেশ আরাম পাওয়া যায়।যাদের পা ফাটা সমস্যা রয়েছে শুধু তারাই নন,পা ভালো রাখতে যেকেউই এটা করতে পারেন।

১০. ময়েশ্চারাইজারঃসমপরিমাণ গ্লিসারিন ও গোলাপজলের মিশ্রণ পায়ের ফাটা স্থানে লাগিয়ে সারারাত রেখে দিন।এতে পা ফাটা ও ব্যথা কমবে।গ্লিসারিন ত্বক নরম রাখে।অন্যদিকে গোলাপজলে রয়েছে ভিটামিন এ,বি৩,সি,ডি ও ই। আরও রয়েছে এন্টিঅক্সিডেণ্ট, এন্টিসেপটিক ও এন্টিইনফ্ল্যামেটরি  উপাদান।

এছাড়া প্রচুর পানি পান করুন।পানি/পানি জাতীয় খাবার কম খেলে ত্বকের শুষ্কতা ও পা ফাটার মত সমস্যা গুলো দেখা দেয়। আগে থেকে সতর্ক থাকলে পা ফাটার সমস্যাগুলোর অধিকাংশই এড়ানো সম্ভব।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে