Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

বিধি না মানলে আইনের আওতায় আনতে হবে


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২০, ০৪:০৭ এএম
বিধি না মানলে আইনের আওতায় আনতে হবে

ছবি: বাংলাদেশ প্রতিদিন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব বলেছেন, মানুষের মধ্যে সচেতনতা বোধ কাজ করছে না। নমুনা পরীক্ষা করতে দিয়ে এসে হাটে-বাজারে ঘুরে বেড়াচ্ছে, আত্মীয়বাড়ি যাচ্ছে। এরপর পজিটিভ আসলে গাঢাকা দিয়ে পালিয়ে থাকছে। অবহেলায় এ ধরনের মানুষ সংক্রমণ ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এই মহামারীতে যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের আইনের আওতায় আনতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, সংক্রমণ বাড়ার সময় নিয়ে আমাদের চিন্তা না করে সংক্রমণ ঠেকাতে জোর দিতে হবে। এজন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার ব্যবস্থা করতে হবে। যদি কেউ নির্দেশনা না মানে তাহলে দেশে আইন আছে। সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। জনস্বাস্থ্য পরিপন্থী কোনো কাজ কেউ যেন করতে না পারে। করোনাভাইরাস মহামারীকে রুখতে জনসচেতনতা বাড়াতে হবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

আগামীনিউজ/বিজয়
 

Dr. Neem