Dr. Neem on Daraz
Victory Day

নতুন চমক তরুণ সংগীতশিল্পী জিসান এর ‍‍`মনের ঘরে‍‍`


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০২০, ১০:৩৬ পিএম
নতুন চমক তরুণ সংগীতশিল্পী জিসান এর ‍‍`মনের ঘরে‍‍`

ফাইল ছবি

নতুন গান নিয়ে হাজির হলেন তরুণ সংগীতশিল্পী জিসান সিদ্দিকী। 'মনের ঘরে' শিরোনামের এ গানটি লিখেছেন ও সুর করেছেন তারই সহধর্মিণী রোজ সিদ্দিকী। এর সংগীত আয়োজন করেন রেজওয়ান শেখ।

জান্নাতুল নাঈম ইলমার সঙ্গে দ্বৈত কণ্ঠে জিসানের নতুন এ গানটি সম্প্রতি অবমুক্ত হয়েছে সংগীতার ইউটিউব চ্যানেলে। গান ভিডিওতে মডেল হয়েছেন সাইফুল ও তৃষ্ণা। এট নির্মাণ করেন সাইফুল ইসলাম রোমান।

জিসান বলেন, 'অনেকদিন পর নতুন গান প্রকাশ করলাম। প্রকাশের পর থেকে শ্রোতাদর্শকদের থেকে ভালো সাড়া পাচ্ছি। দর্শকদের এই ভালোবাসাই আগামীতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেয়।'

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে