August
Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

প্রাথমিকে ‘পাইলটিং বদলি’ শুরু আজ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৯, ২০২২, ০৯:১৩ এএম
প্রাথমিকে ‘পাইলটিং বদলি’ শুরু আজ

ঢাকাঃ দীর্ঘ দুই বছর পর অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির পাইলটিং কার্যক্রম আজ বুধবার (২৯ জুন) শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অনলাইন বদলির উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এতে আরও উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, পাইলট প্রকল্পের অংশ হিসেবে এই বদলি কার্যক্রম বুধবার সাড়ে ১০টায় উদ্বোধন করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মুহিবুর রহমান বলেন, এটাকে বদলি কার্যক্রম শুরু তা বলা যাবে না। তবে বদলি প্রক্রিয়া শুরুর একটা অংশ (পাইলটিং) বলা যেতে পারে। অনলাইনে কিভাবে আবেদন দেবে, কিভাবে যাচাই-বাছাই হবে ডিজিটালি এই বিষয়টিই দেখা হবে। এখানে অনলাইনে বদলির সুবিধা-অসুবিধাগুলো আমরা দেখব। এরপর সারাদেশে উপজেলা পর্যায়ে বদলি চালু করব।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বদলিতে দেওয়া নিষেধাজ্ঞা ১৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক চিঠিতে তুলে নেওয়া হয়।

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এক আদেশের মাধ্যমে প্রাথমিকের শিক্ষকদের বদলি বাতিল করা হয়। শিক্ষকরা দীর্ঘদিন বদলি শুরুর দাবি জানিয়ে আসছিলেন। 

এমবুইউ