Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স পরীক্ষা স্থগিত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৮, ২০২২, ০২:০৫ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স পরীক্ষা স্থগিত

ঢাকাঃ বন্যা পরিস্থিতির অবনতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান শুধুমাত্র ২০২০ সালের বি.এড অনার্স ১ম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং ২০২০ সালের বি.এড অনার্স দ্বিতীয় বর্ষ ৪র্থ সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন,  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত এই দু’টি পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।

এর আগে, করোনা পরিস্থিতির কারণে ১৯ জুন থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এ পরীক্ষার পরিবর্তিত রুটিন পরে জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমবুইউ