Dr. Neem
Dr. Neem Hakim

দুর্ঘটনায় গুরুতর আহত বাকৃবি শিক্ষক 


আগামী নিউজ | বাকৃবি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১০:৪৮ এএম
দুর্ঘটনায় গুরুতর আহত বাকৃবি শিক্ষক 

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ মোর্শেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ থেকে শেরপুর যাবার সময় বিপরীত দিক থেকে আসা বাসের সাথে  মোটরসাইকেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রিপোর্ট লিখা পর্যন্ত মোহাম্মদ মোর্শেদকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. রেজওয়ানুল হাবীবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্ঘটনায় হাসান মোহাম্মদ মোর্শেদ স্যারের ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর রক্তপাত হয়েছে। বিরতিহীনভাবে কয়েক ব্যাগ রক্ত সরবরাহ করা হয়েছে এবং আরো রক্তের প্রয়োজন।

আগামীনিউজ/শরিফ