Dr. Neem on Daraz
Victory Day

টিকার প্রথম ডোজ নিলেই খুলবে ইবি


আগামী নিউজ | এম.বি রিয়াদ, ইবি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৫:৩৬ পিএম
টিকার প্রথম ডোজ নিলেই খুলবে ইবি

ছবি: সংগৃহীত

কুষ্টিয়াঃ টিকার প্রথম ডোজ শতভাগ নিশ্চিত হলে আগামী ২৭ সেপ্টেম্বরের পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলে দেয়া হবে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানিয়েছেন।

ভিসি বলেন, এক ডোজ হলেও শিক্ষার্থীদের শতভাগ টিকা নিশ্চিত করে ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। যেসব শিক্ষার্থী এখনো এক ডোজ টিকা গ্রহণ করেনি, তারা  আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে এনআইডি দিয়ে সুরক্ষা অ্যাপে আবেদন করবে। যাদের এনআইডি কার্ড নেই তারা জন্মনিবন্ধন নম্বর দিয়ে ইউজিসির তৈরি বিশেষ অ্যাপে শিক্ষার্থীরা নিবন্ধন করবে। এরপর শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে নিবন্ধর করতে পারবে।

ভিসি আরও বলেন, আগামী ২ দিনের মধ্যে ইউজিসি অ্যাপ তৈরী করবে। নিবন্ধনের পর মেসেজ না আসলেও সংশ্লিষ্ট টিকা কেন্দ্রে কার্ড নিয়ে গেলে টিকা গ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা। এরপরেও টিকা নিতে জটিলতার সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে