বেরোবি সেভ দ্য টুমরো ফাউন্ডেশনের উদ্যোগে অস্বচ্ছলদের মাঝে ইফতার বিতরণ
                        
                        
                            
                                 আগামী নিউজ | শিহাব মন্ডল, বেরোবি প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১,  ০৮:১০ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        রংপুরঃ "চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য টুমরো  ফাউন্ডেশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’ শাখার আয়োজনে অসহায় ও অস্বচ্ছল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
 
বৃহস্পতিবার (১৫এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে বেরোবি শাখার সভাপতি আনিকা তাহসিন ও সাধারণ সম্পাদক আবু রায়হান এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়, লালবাগ, খামার মোড় এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।
 
বেরোবি শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান আগামী নিউজকে বলেন,বর্তমান লক ডাউন ও করোনা পরিস্থিতির কারণে অসহায় মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন।তাই তাদের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। 
 
সমাজের বিত্তবানদের এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। 
 
এসময় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য টুমরো ফাউন্ডেশন বেরোবি শাখার সদস্য রেনেসাঁ খান, শাহাবুজ আলম নিশান, জান্নাত প্রমুখ।
 
উল্লেখ্য, গত ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেভ দ্য টুমরো  ফাউন্ডেশন বেরোবি শাখার উদ্যোগে এন-৯৫ মাস্ক বিতরণ করা হয়।
 
আগামীনিউজ/এএস