Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

জবি‍‍`র ছাত্রী হলে প্রভোস্ট ও আবাসিক শিক্ষক নিয়োগ


আগামী নিউজ | আতিক ইয়াসির সিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০৭:৫০ পিএম
জবি‍‍`র ছাত্রী হলে প্রভোস্ট ও আবাসিক শিক্ষক নিয়োগ

সংগৃহীত

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগম ও আধুনিক ভাষা ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকারকে "বেগম ফজিলাতুন্নেছা মুজিব" ছাত্রী হলের প্রভোস্ট এবং আবাসিক শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৪ মার্চ) রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
 
অফিস আদেশে বলা হয়,০২(দুই) বছরের জন্য অধ্যাপক ড. শামীমা বেগম ও সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকারকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষক হিসেবে নিযুক্ত করা হলো এবং তাঁরা বিধি মোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
 
প্রসঙ্গত, ৪ মার্চ, ২০২১ হতে এই আদেশ কার্যকর হবে।
 
আগামীনিউজ/এএস