Dr. Neem on Daraz
Victory Day

পদোন্নতি নিয়ে পোস্ট: ১০ শিক্ষককে শোকজ করল মাউশি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৬:৩৪ পিএম
পদোন্নতি নিয়ে পোস্ট: ১০ শিক্ষককে শোকজ করল মাউশি

ছবি: সংগৃহীত

ঢাকাঃ সম্প্রতি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতির লক্ষ্যে প্রকাশিত খসড়া তালিকা নিয়ে নেতিবাচক পোস্ট বা প্রকাশিত সংবাদ শেয়ার করায় ১০ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত সোমবার (০১ মার্চ) মাউশি ওই নোটিশ প্রদান করে।

আগামী ৪, ৭ ও ৮ মার্চ তারিখ উল্লেখ করে ১০টি জেলার পৃথক মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের চিহ্নিত ১০ জন শিক্ষকের নাম প্রকাশ করে নোটিশ প্রদান করেছে মাউশি।

নোটিশে বলা হয়েছে, ফেসবুক/দৈনিক ভোরের কাগজ থেকে আপনি বা আপনার নামীয় আইডি থেকে উক্ত খসড়া গ্রেডেশন তালিকা নিয়ে নেতিবাচক কিছু পোস্ট বা প্রকাশিত সংবাদ শেয়ার করেছেন যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে সংযুক্ত তালিকায় উল্লেখিত সময় ও তারিখের মধ্যে পরিচালক কক্ষে উপস্থিত হয়ে কারণ দর্শানো ও জবাব দেয়ার নির্দেশ করা হয়েছে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে