Agaminews
 অমর একুশে
Dr. Neem Hakim

চবির স্নাতক ভর্তি পরিক্ষা আগামী ২২ জুন


আগামী নিউজ | শরীফ হায়দার, জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৬:১৪ পিএম
চবির স্নাতক ভর্তি পরিক্ষা আগামী ২২ জুন

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা  আগামী ২২ জুন থেকে অনুষ্ঠিত হবে।

আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 
আজ সোমবার (২২ ফেব্রুয়ারী) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষার্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা ২২-২৪ জুন, ২৮ জুন-১ জুলাই এবং ৫-৮ জুলাইয়ের মধ্যে হবে। ইউনিট/উপ-ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচী পরে জানানো হবে।
 
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এস মনিরুল হাসান আগামী নিউজকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিনদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভর্তি পরীক্ষা ক্যাম্পাসেই হবে।
 
এবারও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
 
আগামীনিউজ/নাসির