Dr. Neem on Daraz
Victory Day

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ফেল করা শিক্ষার্থী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ০২:৪৪ পিএম
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ফেল করা শিক্ষার্থী

ঢাকাঃ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৪ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন পরীক্ষার্থী। এদের মধ্যে একজন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) এই ফল প্রকাশিত হয়। 

এতে দেখা যায়, ফেল থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে বাংলায় ফেল দেখানো হয়েছিল। খাতা চ্যালেঞ্জ করে তিনি বাংলায় জিপিএ-৫ পান।

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যাতে কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ জিপিএ-৫ পান ১৪ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী। কুমিল্লায় পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে